ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করলেন ডিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার)।
মঙ্গলবার ডিএমপি কমিশনারের পক্ষে এই আর্থিক অনুদান তুলে দেন উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এককালীন থোক অনুদান বাবদ মঞ্জুরিকৃত অর্থ থেকে এ অনুদান প্রদান করা হয়। প্রধানমন্ত্রী ঘোষিত এককালীন থোক অনুদান বাবদ মঞ্জুরিকৃত ৫০ লক্ষ টাকা ১০ জন পুলিশ সদস্যের পরিবারকে প্রদান করা হয়।
এ অনুদান প্রাপ্ত নিহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই(নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম, কনস্টবল দেওয়ান মোঃ নূরে আলম সিদ্দিকী, কনস্টবল মোঃ তাজুল ইসলাম, কনস্টবল এ কে এম কামরুল ইসলাম, কনস্টবল মোঃ আক্তার হোসেন, কনস্টবল কাজী মোঃ মহসীন, কনস্টবল মোঃ আনিচুজ্জামান, কনস্টবল মোঃ আসলাম আলী, কনস্টবল আব্দুল্লাহ আল মামুন ও কনস্টবল মোঃ ফারুক হোসেন। অনুদান প্রাপ্ত এ পুলিশ সদস্যরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।