টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
দশ পুলিশ সদস্যের পরিবারকে ৫০ লাখ টাকা অনুদান

দশ পুলিশ সদস্যের পরিবারকে ৫০ লাখ টাকা অনুদান

ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করলেন ডিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার)।

মঙ্গলবার ডিএমপি কমিশনারের পক্ষে এই আর্থিক অনুদান তুলে দেন উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এককালীন থোক অনুদান বাবদ মঞ্জুরিকৃত অর্থ থেকে এ অনুদান প্রদান করা হয়। প্রধানমন্ত্রী ঘোষিত এককালীন থোক অনুদান বাবদ মঞ্জুরিকৃত ৫০ লক্ষ টাকা ১০ জন পুলিশ সদস্যের পরিবারকে প্রদান করা হয়।

এ অনুদান প্রাপ্ত নিহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই(নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম, কনস্টবল দেওয়ান মোঃ নূরে আলম সিদ্দিকী, কনস্টবল মোঃ তাজুল ইসলাম, কনস্টবল এ কে এম কামরুল ইসলাম, কনস্টবল মোঃ আক্তার হোসেন, কনস্টবল কাজী মোঃ মহসীন, কনস্টবল মোঃ আনিচুজ্জামান, কনস্টবল মোঃ আসলাম আলী, কনস্টবল আব্দুল্লাহ আল মামুন ও কনস্টবল মোঃ ফারুক হোসেন। অনুদান প্রাপ্ত এ পুলিশ সদস্যরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital