রাজধানীর আরামবাগের দেওয়ানবাগ দরবারের পীর সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগীকে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বিকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে ‘বাবে মদিনায়’ তাঁকে দাফন করা হয়। এর আগে বেলা আড়াইটায় আরামবাগ সড়কে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। এরপর বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে সকাল থেকেই বিপুলসংখ্যক ভক্ত ও মুরিদ আরামবাগ দরবারে জড়ো হন। জানাজার আগে পীর দেওয়ানবাগীর অছিয়ত অনুযায়ী ছেলেদের দরবারের ইমাম ঘোষণা দেওয়া হয়। এ সময় ভক্তদের মধ্যে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।