টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
সুপার শপের শাখা ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার

সুপার শপের শাখা ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাসা থেকে স্বপ্ন সুপার শপের আশুগঞ্জ শাখার ম্যানেজার নাসিউল হকের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার একটি বাসার দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

নাসিউল নওগাঁ জেলার সাপাহার থানার প্রফেসার পাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। নাসিউল ভৈরবের ওই বাসায় একা রুম ভাড়া নিয়ে থাকতেন।

তবে তাৎক্ষনিক আত্মহত্যার কারণ জানা যায়নি।

স্বপ্ন’র ভৈরব ও আশুগঞ্জের মালিক আলহাজ্ব জাহিদুল হক জাবেদ বলেন, আশুগঞ্জের স্বপ্ন’র শো-রুমটি আমি দেড় মাস আগে চালু করি। কোম্পানি তাকে আশুগঞ্জে নিয়োগ দিয়েছিল। আমি তার বিষয়ে বিস্তারিত জানি না। আমি হেড অফিসে নাসিউলে মৃত্যুর বিষয়টি জানিয়েছি। হেড অফিস তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।

বুধবার লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital