টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
৩৮তম বিসিএসে নন-ক্যাডারে ৪৪৩ জনকে নিয়োগ

৩৮তম বিসিএসে নন-ক্যাডারে ৪৪৩ জনকে নিয়োগ

৩৮তম বিসিএস পরীক্ষার ফলাফল থেকে ৪৪৩ জনকে প্রথম শ্রেণির বিভিন্ন পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার কমিশনের বিশেষ এক সভায় তাদের নিয়োগের সুপারিশ করা হয় বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে ‘সুপারিশপ্রাপ্ত নন’ এমন প্রার্থীদের মধ্যে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৪টি ক্যাটাগরিতে ২৭৭ জন, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৩টি ক্যাটাগরিতে ৪৩ জন, নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্ট্রার পদে ৩১ জনসহ মোট ৫৯ ক্যটাগরির ৪৪৩টি পদে তাদের নিয়োগের সুপারিশ করা হয়েছে।

সুপারিশপ্রাপ্তদের তালিকা কমিশনের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশ পাননি ৬ হাজার ১৭৩ জন। তাদের মধ্যে নন-ক্যাডার পদে নিয়োগ পেতে ৫ হাজার ৩২ জন আবেদন করেছেন।

ইতোমধ্যে গত ২০ অক্টোবর নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে নিয়োগের জন্য ৫৪১ জনকে সুপারিশ করে পিএসসি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital