টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
অসুস্থ সৌরভ গাঙ্গুলি হাসপাতালে ভর্তি

অসুস্থ সৌরভ গাঙ্গুলি হাসপাতালে ভর্তি

ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি মাথা ঘুরে পড়ে গেলে তাকে দ্রুত কলকাতার উডল্যান্ড হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে দশটার দিকে বাড়িতে জিম করছিলেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক। হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে উডল্যান্ড হাসপাতালে সৌরভ গাঙ্গুলির চিকিৎসক  ড. সরোজ মণ্ডল জানিয়েছেন, তার ইসিজি করা হয়েছে।  রিপোর্ট বলছে, মৃদু কার্ডিয়াক এরেস্টের শিকার হয়েছে তার।  আরও বিস্তারিত জানতে ট্রপোনিন টি টেস্ট হবে সৌরভের।  অ্যাঞ্জিওগ্রাফিও করা হতে পারে তার।  এসব টেস্টের ফলাফল থেকে জানা যাবে, ঠিক কী কারণে হার্টে সমস্যা দেখা দিয়েছিল সৌরভের।
 এ সময় ড. সরোজ মণ্ডল আরও জানান, সৌরভের বর্তমান অবস্থা স্থিতিশীল।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital