দেশের সকল গ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন শেষ হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মুজিববর্ষে দুর্গম এলাকায় বিদ্যুতের আলো পৌঁছে যাবে।
শুক্রবার বিকেলে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে বলেন, ছবিগুলো দুর্গম চরাঞ্চলের মানুষের বিদ্যুতায়নের। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড-নেসকো রাজশাহী এবং লালমনিরহাটের বিচ্ছিন্ন চরাঞ্চলের প্রায় ১০ হাজারের বেশি পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে সোলার প্যানেল দিয়ে বিদ্যুতায়ন করছে। মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন এইসব চরাঞ্চলের মানুষেরাও হয়তো কখনো ভাবেননি তাদের ঘরে বিদ্যুতের আলো পৌঁছাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ডিসেম্বরের মধ্যেই দেশের সকল গ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন শেষ হয়েছে। মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন বা দুর্গম এলাকায় যেখানে গ্রিড লাইন নেই সেইসব ঘরেও মুজিববর্ষের মধ্যেই পৌঁছে যাবে বিদ্যুতের আলো। প্রতিনমন্ত্রী বলেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ মূল মন্ত্রকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের মধ্যেই শতভাগ বিদ্যুতায়নের জন্য কাজ করে যাচ্ছি আমরা।
মহামারিতে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের নিরলস পরিশ্রম অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে আমাদের অনেক কাজে বিঘ্ন ঘটেছে, কিন্তু আমাদের লক্ষ্য থেকে একচুলও নড়াতে পারেনি। আমরা ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে এদেশের শতভাগ মানুষের ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে। অতীতের সকল রোগ-শোক ও জীর্ণতাকে পিছনে ফেলে আপনাদের সকলের জীবন নতুন বছরে সুন্দর ও সার্থক হওয়ার জন্য শুভকামনা প্রকাশ করেন তিনি।