টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ফেসবুকের মাধ্যমে প্রেমের অপরাধে যুবককে মধ্যযুগীয় নির্যাতন!

ফেসবুকের মাধ্যমে প্রেমের অপরাধে যুবককে মধ্যযুগীয় নির্যাতন!

পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে এক নারীর সাথে প্রেম, অতঃপর সেই প্রেম করার অপরাধে রাজিব (২৪) নামের এক যুবককে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

আহত রাজিবকে শুক্রবার উদ্ধার করে তার পরিবারের লোকজন কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। আহত রাজিব কলাপাড়ার লালুয়া ইউনিয়নের ১১ নং হাওলা গ্রামের নাসির ফরাজীর ছেলে।

আহত রাজিব বলেন, প্রায় ৪ মাস আগে পাশের আমতলী উপজেলার বৈঠাকাঠা গ্রামের এক নারীর সাথে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার ওই নারী অনুনয়-বিনয় করে তাকে পাশের উপজেলা আমতলী যেতে বললে রাজিব আমতলীতে তেলের পাম্প এলাকায় পৌঁছলে মনির মৃধা, দুলাল ও বেল্লালসহ বেশ কয়েকজন তাকে হঠাৎই মারধর করে তাকে অটোতে করে মনির মৃধার বাড়িতে নিয়ে একটি কক্ষের মধ্যে আটকে রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়।

এরপর পরিবারের সদস্যরা খবর পেয়ে সকালে স্থানীয় প্যানেল মেয়র হাবিবুর রহমানের সহায়তায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে এনে ভর্তি করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত এ নির্যাতন সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital