টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
আসছে ৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিন, পাওয়া যাবে অল্প দামে

আসছে ৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিন, পাওয়া যাবে অল্প দামে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রায় ৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অর্ডার দেওয়া হবে। অক্সফোর্ডের ভ্যাকসিন ৩ কোটি ডোজই পাওয়া যাবে, প্রথম চালানে আসবে ৫০ লাখ ডোজ।
এ সময় তিনি জানান, কম দামে অল্প সময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ, কারণ ভ্যাকসিন নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (০২ জানুয়ারি) মানিকগঞ্জে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, অক্সফোর্ডের ভ্যাকসিন সর্বোচ্চ ৫ ডলার (বাংলাদেশি টাকায় ৪২৫ টাকা) খরচে পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের ভ্যাকসিন শিগগিরই অনুমোদন দেবে।
 এ সময় মন্ত্রী আরও জানান, এ ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়াও কম।
চলতি মাসেই ভ্যাকসিনের প্রথম চালান আসবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম চালানের ভ্যাকসিন কাদের প্রথম দেওয়া হবে, সে বিষয়ে তালিকা প্রণয়নে প্রধানমন্ত্রীর মূখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। ভ্যাকসিন দেয়ার পরও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital