টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মহাসড়কের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মহাসড়কের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ।

সোমবার সকাল থেকে বিকাল পযর্ন্ত সড়ক বিভাগের ভূমি ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়ের নেতৃত্বে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী, পোনা বাসস্ট্যান্ড, ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড, ঘোনাপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো: শাকিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাসেল শিকদার, মো: সাহিনুর রহমান, সার্ভেয়ার শিবলী সাদিক, শামীম আহম্মেদ, সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হোসেন বলেন, মহাসড়কের পাশে বিনা অনুমতিতে যত্রতত্রভাবে দোকানপাঠ, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল ও হাট-বাজার স্থাপনের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। নিরাপদ সড়ক নিশ্চিতকরণে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের মুকসুদপুর থেকে মোল্লাহাট আবুল খায়ের সেতু পর্যন্ত এ অভিযান চালানো হবে।

আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছেন জাহিদ হোসেন। এসময় তিনি সাধারণ মানুষকে মহাসড়কের পাশে যত্রতত্র দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন না করার জন্য অনুরোধ জানান।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital