সিরাজগঞ্জের বেলকুচিতে বাবা-ছেলেকে হত্যা মামলার আসামি মনিরুল ইসলাম ওরফে ধলা মনিরকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রান্ধুনিবাড়ি চর থেকে মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মনিরকে গ্রেপ্তার করা হয়। মনির আলোচিত নৌ-ডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে সাইদ শিকদার হত্যা মামলার আসামি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শাহিনূর কবির। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় রান্ধুনিবাড়ি চরে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা গুলি ছোড়ে। এসময় আলোচিত নৌ-ডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে সাইদ শিকদার হত্যা মামলার অন্যতম আসামি মনিরুল ইসলাম ওরফে ধলা মনিরকে গ্রেপ্তার করা হয়। তার কাছে একটি পিস্তল, একটি গুলি ও একটি গুলির খোসা পাওয়া যায়।
সহকারী পুলিশ সুপার আরও জানান, আটক মনিরুল ইসলামের বিরুদ্ধে থানায় দুটি অস্ত্র, দুটি ডাকাতি ও একটি হত্যা মামলা রয়েছে।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর সিরাজগঞ্জের বেলকুচি রান্ধুনিবাড়ি চরে নৌ-ডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে সাইদ শিকদারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সিরাজ শিকদারের ছোট ছেলে জহুরুল বাদী হয়ে বেলকুচি থানায় এজাহারভুক্ত ১২ জনসহ আরও অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে মামলা করেন।