টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
দুলাভাই‌’র ছুরিকাঘাতে শ্যালক নিহত

দুলাভাই‌’র ছুরিকাঘাতে শ্যালক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুলাভাই‌য়ের ছু‌রিকাঘা‌তে সুমন (২২) নামে তার শ্যালক নিহত হয়েছেন। বৃহস্প‌তিবার রাত সা‌ড়ে ১১টায় ফতুল্লার মুস‌লিমনগ‌র এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক দুলাভাই হা‌বিবুল্লাহকে আটক ক‌রেছে পুলিশ। ফতুল্লা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হো‌সেন জানান, হা‌বিবুল্লাহর সাথে সুমনের রা‌তে বাচ্চার দুধ কেনা নি‌য়ে ঝগড়া হয়। এসময় উত্তেজিত হয়ে দুলাভাই শ‌্যালক সুম‌নের বু‌কে ছু‌রিকাঘাত করে। পরে তা‌কে সদর জেনারেল হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হলে রাত সা‌ড়ে ১২টায় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা ক‌রেন। হাবিবুল্লাহকে ইতোমধ্যে আটক করা হয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital