টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
‘অন্ধকারে’ পাকিস্তান

‘অন্ধকারে’ পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ে মধ্যরাতের কয়েক মিনিট আগে থেকে পুরো দেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল। দেশটির জ্বালানিমন্ত্রী ওমর আইয়ুব এক বিবৃতিতে নিশ্চিত করেছেন শনিবার মধ্যরাতের আগে এ ঘটনা ঘটেছে।

পাকিস্তানের পত্রিকা ডন জানায়, প্রথমদিকে করাচি, লাহোর, ইসলামাবাদ ও মুলতানের মতো বড় শহরগুলোর বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আশপাশের সব জায়গায় বিদ্যুৎ না থাকার কথা জানাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই দেশটির অন্যান্য শহরের বাসিন্দারাও একই অভিযোগ জানাতে শুরু করেন। এর কয়েক ঘণ্টা পর রোববার জ্বালানিমন্ত্রী আইয়ুব টুইটারে লিখেন, পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের ফ্রিকোয়েন্সিতে হঠাৎ বিপর্যয় ঘটায় পুরো দেশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।পাকিস্তানের জাতীয় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ফ্রিকোয়েন্সি হঠাৎ করে ৫০ থেকে শূন্যে নেমে যাওয়ার কারণে এই বিদ্যুৎ বিপর্যয় বলে জানান তিনি। বলেন, কী কারণে হঠাৎ করে ফ্রিকোয়েন্সি শূন্যে নেমে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, পাকিস্তানে বিদ্যুৎ বিপর্যয় অস্বাভাবিক কোনো ঘটনা নয়। হাসপাতালের মতো জরুরি সেবাদান কেন্দ্রগুলোতে প্রায়ই ডিজেলচালিত জেনারেটর দিয়ে ঘাটতি মেটানো হয়।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital