টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মেসি-গ্রিজম্যানে বিধ্বস্ত গ্রানাডা

মেসি-গ্রিজম্যানে বিধ্বস্ত গ্রানাডা

স্পোর্টস ডেস্ক

মেসি ও গ্রিজম্যানের জোড়া গোলে দুর্দান্ত জয় পেয়েছে কাতালান জায়ান্টরা। দলের দুই তারকা জ্বলে উঠলেন গ্রানাডার বিপক্ষে। দুই তারকার আলো ছড়ানোর দিনে গ্রানাডাকে হারিয়েছে ৪-০ গোলে। ফলে এই জয়ে রোনাল্ড কোমানের দল উঠেছে লা লিগার পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে।

চলতি মৌসুম থেকেই লা লিগায় ভুগছিল বার্সা। এই নিয়ে টানা চার ম্যাচে প্রতিপক্ষের মাঠে জয় পেল বার্সা। ম্যাচের প্রথমে সুযোগ পেয়েই কাজে লাগাতে ভুল করেনি বার্সা। লিওনেল মেসির বাড়ানো বল তাকেই ফেরত দিতে এগিয়ে যান সার্জিও বুসকেটস। মাঝপথে সলদাদোর পায়ে বল লেগে পেয়ে যান গ্রিজম্যান। দারুণ শটে ঠিকানা খুঁজে নেন তিনি। অন্যদিকে ৩৫ মিনিটে দর্শনীয় গোলে ব্যবধান বাড়ান লিওনেল মেসি।

৬৩ মিনিটে ডান দিক থেকে ডেম্বেলের বাড়ানো পাস ধরে স্কোরলাইন ৪-০ করেন গ্রিজম্যান। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে কোম্যান শিষ্যরা। ১৮ ম্যাচে ১০ জয় ও চার ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আছে বার্সেলোনা। এদিকে সাত নম্বরে গ্রানাডা আছে ১৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital