মোঃ নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার সুজানগরের রাস্তা-ঘাট লাইসেন্সবিহীন অবৈধ ভটভটি গাড়ী ও অটোভ্যান দখল করে নিয়েছে। এসব গাড়ীর কারণে রাস্তা-ঘাটে জনসাধারণের স্বাভাবিক চলাফেরা বিঘ্ন হচ্ছে।
উপজেলার খলিলপুর গ্রামের আব্দুল জলিল বলেন, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে স্থানীয়ভাবে স্যালো মেশিনের ইঞ্জিন দিয়ে এ সকল ভটভটি গাড়ী ও অটো ভ্যান তৈরী করা হয়। প্রথম দিকে এসব গাড়ী মালা-মাল পরিবহন করলেও ইদানিং অবাধে যাত্রী পরিবহন করছে। উপজেলার ভবানীপুর গ্রামের সিদ্দিকুর রহমান বলেন, ব্যাকগিয়ার বা হ্যাবি ব্রেকবিহীন ঐ গাড়ীর অধিকাংশ চালক আনাড়ী এবং অপ্রাপ্ত বয়স্ক। সে কারণে ঐ সকল গাড়ী প্রতিনিয়ত দুর্ঘটনা কবলিত হয়ে হতাহতের ঘটনা ঘটছে।
পাবনা-সুজানগর প্রধান সড়কের পৌর বাজার এলাকায় প্রায় যানজট সৃষ্টি হয়। এ সময় পথচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। সুজানগর থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা বলেন লাইসেন্সবিহীন অবৈধ ভটভটি গাড়ী ও অটোভ্যান চলাচল বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।