সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকা নিজের অপকর্ম থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখার লক্ষ্যে এই অভিযোগ উত্থাপন করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি এক ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে ইরানকে আল-কায়েদার ঘাঁটি হিসেবে উল্লেখ করে দাবি করেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আল-কায়েদার বহু সন্ত্রাসী ইরানের আশ্রয় নিয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের নিন্দা জানিয়ে বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং আমেরিকার ইরানবিরোধী উন্মাদনামূলক অপপ্রচারের অংশ। সূত্র: পার্সটুডে।