পাবনার সুজানগর পৌরসভার আসন্ন নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৫জন কাউন্সিলর পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর ১০জন কাউন্সিলর পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ রওশন আলী প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে মেয়র পদে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য রেজাউল করিম রেজা এবং বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হুদা কামাল বিশ্বাসের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে তিনি জানান।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জাহানারা খাতুন, ২নং সংরক্ষিত আসনে চাম্পা খাতুন এবং সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আব্দুল হাই, ৪নং ওয়ার্ডে মোঃ আব্দুল্লাহ আল-মামুন ও ৯নং ওয়ার্ডে রাকিব হাসান।
এছাড়া যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন ১নং সংরক্ষিত আসনে সেলিনা খাতুন, জহুরা খাতুন, ২নং আসনে নাজনীন আক্তার এবং সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে সালাম শেখ, মোস্তাফিজুর রহমান, ২নং ওয়ার্ডে ওয়ালিউল্লাহ বিশ্বাস, হারুন-অর-রশিদ, ৩নং ওয়ার্ডে আলাউদ্দিন প্রামাণিক, ইউসুফ আলী, ৪নং ওয়ার্ডে মুনসুর আলী শেখ, ৫নং ওয়ার্ডে টুটুল হোসাইন, ৮নং ওয়ার্ডে হাবিবুল্লাহ প্রামাণিক ও ৯নং ওয়ার্ডে আব্দুল বারী।
উল্লেখ্য উক্ত নির্বাচনে মেয়র পদে ২জন এবং সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১০জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪জনসহ মোট ৪৪জন কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।