মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫২ বছরের ইতিহাস ভেঙে নব-নির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ না নিয়েই শেষবারের মতো হোয়াইট হাউসের দরজা থেকে বেরিয়ে এলেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই তিনি স্ত্রীকে নিয়ে হোয়াইট হাউস ছেড়েছেন। খবর বিবিসির।
‘মেরিন ওয়ান’ নামক হেলিকপ্টার ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে সিএনএন।
বুধবার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্বোধনী কর্মদিবস। কিন্তু এ কর্মদিবসে অংশ না নিয়েই হোয়াইট হাউজ ছাড়লেন ট্রাম্প।
১৮৬৯ সাল থেকে বিদায়ী প্রেসিডেন্টরা নব-নির্বাচিত প্রেসিডেন্টদের কর্মদিবসে উপস্থিত থাকছেন। কিন্তু ট্রাম্পই দেশটির এই দীর্ঘ ১৫২ বছরের ইতিহাসে ব্যতিক্রম করলেন।