আবারো সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। বুধবার সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩৭৮ পাওয়া গেছে।
কোনো স্থানে বাতাসে একিউআই ২০১ থেকে ৩০০ থাকলে তাকে খারাপ বাতাস হিসেবে উল্লেখ করা হয়। এই মান ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে তা বিপজ্জনক হিসেবে আখ্যা দেয়া হয়।
বুধবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ঢাকার একিউআই ৩৭৮ পাওয়া গেছে। দ্বিতীয় অবস্থানে আছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে। সেখানে একিউআই ৩৫৬ পাওয়া গেছে। এরপরেই আছে ভিয়েনামের শহর হানোই। সেখানে এই মান ২৭৮।