টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ফের সবচেয়ে দূষিত নগরী ঢাকা

ফের সবচেয়ে দূষিত নগরী ঢাকা

আবারো সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। বুধবার সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩৭৮ পাওয়া গেছে।

কোনো স্থানে বাতাসে একিউআই ২০১ থেকে ৩০০ থাকলে তাকে খারাপ বাতাস হিসেবে উল্লেখ করা হয়। এই মান ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে তা বিপজ্জনক হিসেবে আখ্যা দেয়া হয়।

বুধবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ঢাকার একিউআই ৩৭৮ পাওয়া গেছে। দ্বিতীয় অবস্থানে আছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে। সেখানে একিউআই ৩৫৬ পাওয়া গেছে। এরপরেই আছে ভিয়েনামের শহর হানোই। সেখানে এই মান ২৭৮।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital