২৪ জানুয়ারী রবিবার সকাল ১১টায় জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত বেসরকারী সংস্থা হারডো কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথীগন সাথে নিয়ে কেক কাটেন। আলোচনা সভার পর্বে চাটমোহর উপজেলা আঃলীগ সভাপতি ও পৌরসভার নব নির্বাচিত মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি ডাঃ গোলজার হোসেন, দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সনজু, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংসুক, অধ্যক্ষ আব্দুল মতিন, অধ্যক্ষ আলী হায়দার সরদার, চাটমোহর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিক, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান, ব্যবসায়ী সমিতির সম্পাদক আব্দুল মুত্তালিব প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় প্রমুখ উপস্থিত ছিলেন, সাংবাদিক ইকবাল কবীর রনজু, জাহাঙ্গীর আলম, বকুল রহমান, শামীম হাসান মিলন, পবিত্র তালুকদার, মোহাম্মদ আলী জিন্নাহ, সালাহউদ্দিন ফিরোজ, তুষার ভট্টাচার্য, মাসুদ রানা, মহিদুল ইসলাম খাঁন, মইনুল হক, আলমগীর হোসেন, তোফাজ্জ্বল হোসেন বাবু, ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর আঞ্চলিক সমন্বয়কারী মাসুদ আহমেদ প্রমূখ।