প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট আন্দ্রেস এক টুইট বার্তায় বলেন, তার দেহে করোনার উপসর্গ পাওয়া গেছে। তিনি করোনার চিকিৎসা নিচ্ছেন।
রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নতুন করে ১০ হাজার ৮৭২ জন সংক্রমিত হয়েছেন। আর মারা গেছেন ৫৩০ জন। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ১৭ লাখ ৬৩ হাজার ২১৯। মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৬১৪ জন।