ব্যাংকিংসেবা সহজ শর্তে তথা সহজ উপায়ে তৃণমূল জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে পাবনার সুজানগরে পূবালী ব্যাংক লিমিটেড’র সুজানগর উপশাখা উদ্বোধন করা হয়েছে।
২৪ জানুয়ারি রোববার সুজানগর পৌরসভার প্রাণকেন্দ্রে রাজা-বাদশা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় স্থাপিত ঐ ব্যাংকের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক রাজশাহী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আবু লাইছা মোহাম্মদ শামসুজ্জামান, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক দেওয়ান মশিউর রহমান।
ব্যাংকের উক্ত শাখা ইনচার্জ জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপ্যাল অফিসার আনিসুর রহমানের পরিচালনায়
উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুজানগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন, হেলাল উদ্দিন ও দেলোয়ার হোসেন মাস্টার প্রমূখ। বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি ফিরোজ কবির বলেন, ব্যাংকের গ্রাহকরা হলেন ব্যাংকের প্রাণ। কাজেই গ্রাহকসেবার মানন্নোয়নে যে ব্যাংক যতো আন্তরিক ভূমিকা রাখবেন সেই ব্যাংক ততো দ্রুত আর্থিকভাবে লাভবান হবে।