টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ভাসানচরে তৃতীয় দফায় ১ হাজার ৭৭৬ জন রোহিঙ্গা পৌঁছেছে

ভাসানচরে তৃতীয় দফায় ১ হাজার ৭৭৬ জন রোহিঙ্গা পৌঁছেছে

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে তারা ভাসানচরে এসে পৌঁছায়। এর মধ্যে পুরুষ ৪০৪ জন, নারী ৫১০ জন এবং ৮৬২ জন শিশু রয়েছে। শনিবার আরও ১ হাজার ২২২ জন রোহিঙ্গা ভাসানচর আসার কথা।

চট্টগ্রাম বোট ক্লাব থেকে ৫টি জাহাজে এই রোহিঙ্গাদের ভাসানচর আনা হয়। এর আগে বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে চট্টগ্রাম আনা হয়। রাতে বিএফ শাহীন কলেজ ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। সকালে নৌবাহিনীর জাহাজ তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওয়া হয়।

ভাসানচরে নৌবাহিনীর দায়িত্বরত কমোডর আবদুল্লাহ আল মামুন জানান, আগত রোহিঙ্গাদের প্রাথমিক মেডিকেল পরীক্ষা শেষে ওয়্যার হাউজ-১ এ সমবেত করে ব্রিফিং করা হয়। পরে চরের ২৩, ২৪ এবং ২৫ নম্বর ক্লাস্টারে স্থানান্তর করা হয়।

গেল বছরের ৪ ডিসেম্বর প্রথম ধাপে ভাসানচরে আসে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা। এরপর ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় কক্সবাজার থেকে আরো ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে পৌঁছায়।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital