শনিবার (৩০ জানুয়ারি) বিকালে নগরীর মাহিগঞ্জ জেবিসেন রোডস্থ মটভাঙ্গা পুকুর সংলগ্ন এলাকা থেকে ব্যান্ডরোলগুলো উদ্ধার করা হয়।
আটকরা হলেন নগরীর সাহেবগঞ্জ এলাকার ইয়াকুব আলীর ছেলে পিকআপ ড্রাইভার নাজির হোসেন (২০) ও হারাগাছ এলাকার মোস্তা মিয়ার ছেলে মিজানুর রহমান (২৪)।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেবিসেন এলাকায় একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পিকআপ ভ্যানে থাকা বিপুল পরিমান নকল ব্যান্ডরোল পাওয়া যায়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেওয়া রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মাহিগঞ্জ জোন) আল ইমরান হোসেন বলেন, অভিযানে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়েছে। এ সময় পিকআপসহ দুইজনকে আটক করা হয়।