টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
রংপুরে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল উদ্ধার, আটক ২

রংপুরে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল উদ্ধার, আটক ২

রংপুরে বিড়ির প্যাকেটে লাগানোর জন্য ছাপানো প্রায় ৩ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ(ডিবি)। এ সময়  নকল ব্যান্ডরোল সরবরাহের অভিযোগে একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বিকালে নগরীর মাহিগঞ্জ জেবিসেন রোডস্থ মটভাঙ্গা পুকুর সংলগ্ন এলাকা থেকে ব্যান্ডরোলগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন নগরীর সাহেবগঞ্জ এলাকার ইয়াকুব আলীর ছেলে পিকআপ ড্রাইভার নাজির হোসেন (২০) ও হারাগাছ এলাকার মোস্তা মিয়ার ছেলে মিজানুর রহমান (২৪)।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  জেবিসেন এলাকায় একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পিকআপ ভ্যানে  থাকা বিপুল পরিমান নকল ব্যান্ডরোল পাওয়া যায়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেওয়া রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মাহিগঞ্জ জোন) আল ইমরান হোসেন বলেন, অভিযানে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়েছে। এ সময় পিকআপসহ দুইজনকে আটক করা হয়।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital