টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে এবারও মেয়েরা

জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে এবারও মেয়েরা

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬১ হাজার ৮০৭ শিক্ষার্থী। ফলাফলে বরাবরের মতো এবারও জিপিএ-৫ ছেলেদের থেকে এগিয়ে আছে মেয়েরা।

এবারে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষা-২০২০ এ ৭ লাখ ৬ হাজার ৮৮৫ জন ছাত্র অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৭৮ হাজার ৪৬৯ জন। মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৬০ হাজার ৪৯২ জন অংশ নিয়ে শতাভাগ পাস করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮৩ হাজার ৩৩৮ জন।

গত বছর (পরীক্ষা-২০১৯) ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৫ হাজার ৭৫৪ জন। আর মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ১৪৪ জন। ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৫২ হাজার ১১০ জন। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৫৩ হাজার ৪৮৪ জন।

এবারের এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৫৬৮ জন। ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৪০ জন। যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৮৯২ জন। ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ জন। সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৪২ জন।

এছাড়া দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৮৭১ জন। রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৫৬৮ জন। চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ১৪৩ জন। মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৮ জন। কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৪৫ জন

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital