৩০ জানুয়ারি অনুষ্ঠিত পাবনা পৌর নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক জেলা যুবলীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী শরিফ উদ্দিন প্রধান।
মোঃ শরিফ উদ্দিন প্রধান (স্বতন্ত্র) নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৭৯৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী পাবনা জেলা যুবলীগের বর্তমান আহ্বায়ক সাবেক ছাত্রলীগ নেতা আলী মুর্তজা বিশ্বাস সনি (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ১৭০৬৩। অপরদিকে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নুর মোহাম্মাদ মাসুম বগা পেয়েছেন ৫১৮৯ ভোট, ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীক নিয়ে আবু বকর সিদ্দিক পেয়েছেন ৯০৩ ভোট ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে চৌধুরী মোহাম্মাদ মাহাবুবুল হক পেয়েছেন ১৯৫ ভোট।
পাবনা সদর উপজেলা নির্বাচন অফিসার ও পাবনা পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কায়ছার মোহাম্মাদ স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।