টাঙ্গাইলের সখীপুরে তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সকাল ৭ টার দিকে উপজেলার হামিদপুর চৌরাস্তা বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় ওই বাজারের আক্তার হোসেনের তুলার গোডাউন, জাহাঙ্গীর আলমের ইলেকট্রনিক ও বাদশা মিয়ার অটো মেকানিকের দোকান পুড়ে যায়।
তুলা ব্যবসায়ী আক্তার হোসেন দাবি করেন, তাঁর দোকানের প্রায় ৫ লাখ টাকার তুলা ও অন্যান্য মালামাল ছিল। সব মালামাল পুড়ে গেছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। এখন আমি কি করব?