পাবনার আটঘরিয়া পৌর এলাকার ৯নং ওয়ার্ডে সেচ্ছাসেবক লীগের অফিস উদ্বোধন করা হয়েছে।
৮ং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার। উপস্থিত ছিলেন হাজী মোঃ খলিলুর রহমান, আব্দুল আজিজ, আব্দুল কুদ্দুস, ফিরোজা খাতুন, তাওহিদ হোসেন। যুবলীগ নেতা নাছিন, ছাত্রলীগ নেতা বাঁধন, ফারক হোসেন প্রমুখ।
পরে ফিতাকেটে সেচ্ছাসেবক লীগের অফিস উদ্বোধন করা হয়।