পাবনার সুজানগরের চরদুলাই দক্ষিণপাড়া মোল্লা বাড়ির নির্মাণাধীন মসজিদের মাটির নিচে থেকে ৫টি মরিচা ধরা হ্যান্ড গ্রেনেন্ড উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সুজানগর থানা পুলিশ ঐ গ্রেনেন্ড উদ্ধার করে।
থানা পুলিশ জানায়, উক্ত মসজিদ নির্মাণকালে নির্মাণ শ্রমিকরা মাটির গভীরে ৫টি মরিচা ধরা হ্যান্ড গ্রেনেন্ড দেখতে পেয়ে স্থানীয় আ’লীগ নেতা বাচ্চু মোল্লাকে খবর দেয়। এ সময় বাচ্চু মোল্লা বিষয়টি থানা পুলিশকে জানালে থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজার নেতৃত্বে একদল ফোর্স সেখানে যায় এবং এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে গ্রেনেন্ডসহ গ্রেনেন্ডস্থল কর্ডন করে রাখেন। থানার ইন্সপেক্টর তদন্ত হাদিউল ইসলাম জানান, গ্রেনেন্ড গুলো দ্রুত ডিসপোজালের জন্য সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে।
ডিসপোজাল শেষে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। থানা পুলিশ এবং এলাকাবাসী ধারণা করছেন বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে দুস্কৃতিকারীরা ঐ স্থানে গ্রেনেন্ড গুলো মজুত করেছিল।