হাতিরঝিলে বেড়াতে গিয়ে সাধারণ মানুষ উত্ত্যক্তের শিকার হচ্ছে—সম্প্রতি এমন অভিযোগ পায় পুলিশ সদর দপ্তর। এর পরিপ্রেক্ষিতে হাতিরঝিল থানার পুলিশ এ অভিযান শুরু করে।হাতিরঝিল থানার ওসি আবদুর রশীদ বলেন, মঙ্গলবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে ৫২ কিশোরকে আটক করা হয়েছে। সোমবার আটক করা হয় ৩১ জনকে। এই ৩১ জনের মধ্যে ৫ জনের বিরুদ্ধে গণ–উপদ্রব ও অহেতুক হইচই করার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাকিদের হাতিরঝিল এলাকায় আর আসবে না এবং প্রতি সপ্তাহে একবার হাতিরঝিল থানায় হাজিরা দিতে হবে এমন মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে।