ইরানের উদ্দেশে লেখা এক টুইট বার্তায় ভারত জানায়, শহীদ বেহেস্তি বন্দরের প্রথম ধাপের উন্নয়নের জন্য জেপি সিং, জেএস (পিএআই) এমইএ ইন্ডিয়া দুইটি ক্রেন পাঠিয়েছে। ২০১৬ সালের মে মাসে ইরান ও ভারতের মধ্যে ১০ বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যেখানে চাবাহার বন্দরের সজ্জা, যন্ত্রপাতির খরচ ও কার্যক্রম শুরু করার জন্য ৮৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল। ওমান উপসাগরে উপকূলে এই বন্দরটি অবস্থিত যা ভারত ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যের বিকল্প পথ তৈরি করে।
ইরানের বন্দরে লোড ও আনলোডে ব্যবহারের জন্য পাঠানো দু’টি হারবার ক্রেন ইতালির একটি কোম্পানি থেকে ক্রয় করা হয়েছে। ওই কোম্পানি থেকে মোট ছয়টি ক্রেন ক্রয় করবে ভারত।