৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে এই ধানের চারা রোপনের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ। চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা ব্লকের খয়েরবাড়িয়া মাঠে একই সাথে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লাান্টার দিয়ে বোরো ধানের চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ মোঃ আঃ করিম, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল প্রমুখ।
মুজিব শতবর্ষ উপলক্ষে রবি ২০২০-২০২১ মৌসুমে ৫০ একরের ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ করা হচ্ছে। স্বল্প সময়ে, স্বল্প খরচে, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে এই চাষাবাদ করা হবে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছেন।