টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
সালাম না দেয়ায় কুপিয়ে হত্যা

সালাম না দেয়ায় কুপিয়ে হত্যা

গাজীপুর মহানগরের মেট্রো থানাধীন মধ্য ছায়াবিথী এলাকায় বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে মাদক নিয়ে পূর্ব বিরোধের জেরে এক যুবক খুন হয়েছেন।

নিহত সাদেক আলী (৩২), শেরপুরের ঝিনাইগাতি থানার বাঁকাকোরা গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি স্থানীয় আশিকের বাড়ির ভাড়াটে। মৃত সাদেক পেশায় একজন সেনেটারী মিস্ত্রি ছিলেন। গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বাংলাদেশ জার্নালকে জানান, জুনিয়র/সিনিয়র দ্বণ্ডে ওই খুনের ঘটনা ঘটেছে। গাজীপুর মহানগরের পশ্চিম ভুরুলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে কাওসার (২৩) এবার স্থানীয় কাজী আজিম উদ্দিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অটোপাস করেছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে মধ্য ছায়াবিথী এলাকার গোপাল জেনারেল স্টোর নামক মুদি দোকানের সামনে সালাম না দেয়ায় কাওসারের সাথে সাদেকের কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। এক পর্যায়ে কাওসার তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র উঁচিয়ে সাদেককে ধাওয়া করে। পরে স্থানীয় আশরাফ উদ্দিন ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে পৌঁছেলে কাওসার তার হাতের অস্ত্র দিয়ে সাদেকের গলার ডান দিকে আঘাত করলে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাওসারকে গ্রেপ্তারে অভিযান চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ, যোগ করেন ওসি।

তবে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান- তাদের মধ্যে মাদক ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরেই ওই খুনের ঘটনা ঘটে থাকতে পারে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital