নতুন বছরে শুরু হয়েছে বেসরকারি টেলিভিশন এনটিভির নতুন ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’। গেল বুধবার থেকে প্রচার শুরু হয়েছে নাটকটির। আর প্রচারে আসতেই সাড়া ফেলছে এটি। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দর্শক প্রশংসিত হচ্ছে মাহমুদুর রহমান হিমি পরিচালিত এই নাটকটি।
ইউটিউব চ্যানেলে প্রথম পর্ব প্রচারিত হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই প্রায় ছয় লাখ দর্শক দেখেছেন। আর দ্বিতীয় পর্বও প্রচারের পর একইভাবে এগিয়ে যাচ্ছে। শুধু তা-ই নয়, ধারাবাহিকটির প্রথম পর্ব ইউটিউবে পছন্দ করেছেন ৩১ হাজারেও বেশি দর্শক। মন্তব্য জানিয়েছেন দুই হাজারের বেশিজন।
মন্তব্যের ঘরে এক দর্শক লিখেছেন, ‘গল্পটা ভালোই লাগছে, আশা করি নেক্সট এপিসোড আরো ভালো হবে! কিটো ভাই, রাজ ব্রো তাদের জন্য সবগুলো এপিসোড দেখব।’
আরো একজন লিখেছেন, ‘ভালোই হবে বলে মনে হচ্ছে। কমেডি ধাঁচের নাটক সবসময় ভালো লাগে। নিশোর অভিনয় ভালো লাগে।’
মাহমুদুর রহমান হিমি বলেন, ‘ এখন ধারাবাহিক নাটক করাটা খুব কঠিন। ধারাবাহিক নিয়ে দর্শকদের অনেক প্রতিক্রিয়া থাকে। তবে প্রথম পর্বে এতটা সাড়া পাবো ভাবিনি। দর্শকদেরকে কৃতজ্ঞতা জানাই। সামনে আরও চমক থাকছে। আশা করছি দর্শকরা বেশ উপভোগ করবেন নাটকটি।’
ইব্রাহিম চৌধুরী আকিবের চিত্রনাট্য রচনায় নাটকটির গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে অভিনয় করেছেন আফরান নিশো, কচি খন্দকার, ফারিয়া শাহরিন, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া, তটিনি, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ।
‘হাউস নং ৯৬’ নাটকটি এনটিভিতে প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে।