টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতঘরে ঢুকে প্রাণ নিলো বাবা ও মেয়ের

পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতঘরে ঢুকে প্রাণ নিলো বাবা ও মেয়ের

পাবনার সাঁথিয়া উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতঘরে ঢুকে প্রাণ নিলো বাবা ও মেয়ের।

৫ ফেব্রয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে পাবনার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া নির্মাণাধীন একটি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাহ বাবু (৩০) ও তার মেয়ে বৃষ্টি আক্তার (১২)। তাদের বাড়ি সাঁথিয়া ভিটাপাড়া গ্রামে। নিহত শাহ বাবু পেশায় দিনমজুর ছিলেন। সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, নগরবাড়ী থেকে সিমেন্টবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-৪৫৩২) সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিটাপাড়া এলাকায় রাস্তার পাশে একটি বসতঘরে ঢুকে যায়। এসময় ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বাবা ও মেয়ে। পাশে থাকা তার স্ত্রী ও ছেলে দৌড়ে দূরে নিরাপদ স্থানে চলে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital