পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী ‘বিপদ’ অবলম্বনে এই ‘চালচিত্র’ সিরিজটি নির্মাণ হচ্ছে। এটি পরিচালনা করছেন চিত্রভানু বসু। এই গল্পে প্রধান চরিত্র হাজু নামের একটি মেয়ে, যে খিদের জ্বালায় খাবার চুরি করতে থাকে। এই ভূমিকাতেই দেখা যাবে জয়াকে। ৩০ জানুয়ারি ধুমধাম করে হয়েছে ‘হিপ্পিক্স’ ওয়েব প্ল্যাটফর্মের লঞ্চ। সেই লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া এহসান এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ।