রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত রানা সদর উপজেলার হরিপুর এলাকার মৃত সোলায়মান আলীর ছেলে। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান বাংলাদেশ জার্নালকে জানান, মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই তরুণী ঘরের বাহিরে বের হয়। এই সুযোগে রানা তার শয়নঘরে ঢুকে লুকিয়ে থাকে। পরে তরুণী ঘরে ফিরলে রানা তাকে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় ওই তরুণীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রানাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে রোববার ওই তরুণী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।