পাবনার চাটমোহরের ইউএনও সৈকত ইসলাম করোনার টিকা নিয়েছেন। ৭ ফেব্রয়ারী বেলা ১২টায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার এ টিকা নেওয়ার মাধ্যমে চাটমোহরে শুরু হলো করোনার টিকা প্রদান কর্মসূচী। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল জানান, ইতিমধ্যে চাটমোহরে ৯ হাজার ৬শ ৯০ ডোজ (৯৬৯ ভায়াল) টিকা এসে পৌঁছেছে। রবিবার সকাল পর্যন্ত টিকা নেওয়ার জন্য ৪শ ২৮ জন রেজিষ্ট্রেশন করেছেন। প্রথম টিকা প্রদান কালে পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মসীহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনসহ সেবক সেবিকা সাংবাদিক উপস্থিত ছিলেন।