টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
দ্বিতীয় দিনেও মিয়ানমারের সড়কে হাজারো বিক্ষোভকারী

দ্বিতীয় দিনেও মিয়ানমারের সড়কে হাজারো বিক্ষোভকারী

মিয়ানমারে নির্বাচিত নেত্রী অং সান সু চির আটকাদেশ ও সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বৃহত্তম শহর ইয়াঙ্গনে দ্বিতীয় দিনের মতো হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে।

রোববার ইয়াঙ্গনের বিক্ষোভকারীরা লাল বেলুন নিয়ে নেমেছেন, এই রঙটি সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি পার্টির (এনএলডি) প্রতিনিধিত্ব করে এবং তারা ‘আমরা সামরিক স্বৈরাচার চাই না! আমরা গণতন্ত্র চাই!’ শ্লোগান দিচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাস্তার মাঝখান দিয়ে এনএলডির পতাকা দুলিয়ে ‘থ্রি-ফিগার’ স্যালুট দিয়ে মিছিল করে যাচ্ছেন তারা। এই ‘থ্রি-ফিগার’ স্যালুট একটি অভ্যুত্থান বিরোধী প্রতীক হয়ে উঠেছে। গাড়ির চালকরা হর্ন বাজাচ্ছেন ও যাত্রীরা সু চির ছবি উঁচু করে ধরে আছেন।

শনিবার দেশটির সামরিক জান্তা ইন্টারনেট বন্ধ করে ফোন লাইলে নিয়ন্ত্রণ আরোপ করার পরও এসব দৃশ্য ফেসবুকে সম্প্রচারিত হয়েছে। এ রকম অল্প কিছু দৃশ্যই দেশটির বাইরে এসেছে বলে জানিয়েছে রয়টার্স।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital