শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পৌর সভার ব্যাংক কলোনী মহল্লার মুড়ি মটকা নামে একটি রেস্তরার সামনে এ ঘটনা ঘটে। নিহত রোহান স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিকে উত্তীর্ণ বলে জানা গেছে। সে পৌর সভার গেন্ডা কর্ণপাড়া এলাকার ব্যবসায়ী আব্দুস সোবহানের ছেলে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএফ সায়েদ বলেন, রোহান আজ ওই রেস্তরায় মুড়ি খেতে গিয়েছিলো। পরে রোহানকে পূর্ব শত্রুতার জেরে স্টেপ করা হয়। রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কি কারণে বা কারা হত্যা করেছে এমন প্রশ্নে বলেন, বন্ধুদের মধ্যে পূর্ব শত্রুতা ছিলো। হৃদয় ও নাছির নামে দুজনের নাম শোনা যাচ্ছে। তবে এখনো পুরো ঘটনা জানা যায়নি। তদন্ত ও অপরাধীদের আটকের চেষ্টা চলছে।