পাবনার চাটমোহরে ভূমিহীন উন্নয়ন সংস্থা এলডিও’র উদ্যোগে গরীব অসহায় মানুষদের মাঝে ছাগল বিতরন করা হয়েছে। ১০ ফেব্রয়ারী সকাল ১১টায় এলডিও’র নির্বাহী পরিচালক মোঃ নুরে আলম সিদ্দিকী মন্জু বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় স্থানীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে দারিদ্র্য বিমোচন প্রকল্পের বিনামূল্যে ছাগল বিতরন উদ্বোধন করেন।
চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচবাড়ীয়া, কাতলী, মুশাগাড়ী গ্রামের মোট ১৭টি পরিবারের মাঝে ২টি করে মোট ৩৪ টি ছাগল বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন এলডিও’র আব্বাস উদ্দিন, বাহারম, ইসরাইল আলম প্রমূখ।