শনিবার বিকেলে মিতুর মরদেহ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। আগামীকাল রোববার মরদেহ মর্গে পাঠানো হবে। মিতু উপজেলার সাকোকাঠী গ্রামের রাকিব সরদারের স্ত্রী এবং উপজেলার আধুনা গ্রামের আব্বাস বেপারীর কন্যা। গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, প্রেমের সম্পর্কে গত এক বছর পূর্বে রাকিবের সাথে মিতুর বিয়ে হয়। দাম্পত্য কলহের জের ধরে শনিবার দুপুর দেড়টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে মিতু। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া তাজিন মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ময়না তদন্তের জন্য মিতুর মরদেহ শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।