বুধবার বিকেলে মতলব পৌরসভার দগরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত সুজন প্রধান উপজেলার দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। আহতের বড় ভাই সজীব প্রধান বাংলাদেশ জার্নালকে বলেন, মতলব পৌরসভা নির্বাচনে মহিলা কাউন্সিলর প্রার্থী দিনারা আক্তার বিপ্লবীর অটোরিকশা মার্কার পোস্টার বাজারে টানাতে গিয়ে আমার ভাই বিদ্যুৎপৃষ্ট হয়। বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার ঢাকায় নিয়ে যেতে বলেছে। হাসপাতালের চিকিৎসক ডা. মেহেলিনা হোসেন বলেন, ছেলেটির শরীরের অনেক অংশই ঝলসে গেছে। এ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে প্রার্থী দিনার আক্তার বিপ্লবী বাংলাদেশ জার্নালকে বলেন, পোস্টার লাগানোর দায়িত্ব আমি সাইফুলকে দিয়েছি। যে ছেলে বিদ্যুৎপৃষ্ট হয়েছে তাকে আমি চিনি না। তারপরও দুর্ঘটনার খবর শোনার সাথে সাথে হাসপাতলে এসে চিকিৎসার খোঁজখবর নিয়েছি এবং ঢাকায় প্রেরণের জন্য যাবতীয় ব্যবস্থা করেছি।