সোমবার সকাল ১০টায় উপজেলার জিটি স্কুলের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এ মানববন্ধনে ওই শিক্ষার্থীর সহপাঠীরা, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি লিমন বিশ্বাস, সহপাঠী মিতু হক বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ওই স্কুলছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানায় তারা।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার সঞ্চরণ কোচিং সেন্টার থেকে পড়া শেষ করে বাসায় ফেরার পথে ওই স্কুল শিক্ষার্থীকে চোখ বেঁধে ইজিবাইকে করে তুলে নিয়ে যায় আসামি মিতুল মল্লিক, রসুল খান ও রাজীব শেখ। পরে তারা ধর্ষণ করে রাত ৮টার দিকে অচেতন অবস্থায় বাসার সামনে ফেলে রেখে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথম টুঙ্গিপাড়া হাসপাতালে ও পরে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থা খারাপ হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গত শুক্রবার রাতে টুঙ্গিপাড়া থানায় ওই তিন যুবককে আসামি করে একটি মামলা দায়ের করেন। ধর্ষিতা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ শ্রেণির ছাত্রী। গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই শিক্ষার্থী ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। বর্তমানে সে বাড়িতে অবস্থান করছেন।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।