স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চে অবতরণ করে টাইগাররা। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবার বিদেশ সফরে গেছে বাংলাদেশ দল। মঙ্গলবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে বিকেল পাঁচটায় রওনা করে গোটা দল। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে তাদের দেশে তিন সংস্করণ মিলিয়ে ২৬টি ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার সেই অধরা জয়ের দেখা পেতে চায় টাইগাররা।