টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মেসির জোড়া গোলে বার্সার জয়

মেসির জোড়া গোলে বার্সার জয়

স্বস্তির জয় পেয়েছে গত ম্যাচে দুর্বল কাদিজের সঙ্গে ড্র করা কাতালান জায়ান্ট বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া গোলেই সাফল্যের দেখা পায় কাতালানরা।

মেসির জোড়া গোলের পাশাপাশি একটি গোল করেছেন জর্দি আলবা। এতে ক্যাম্প ন্যুয়ে এলচের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সা। এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে দলটি। ম্যাচের শুরু থেকেই এলচেকে চেপে ধরে রেখেছে বার্সা। তবে প্রথমার্ধে কোন গোল আসেনি। দ্বিতীয়ার্ধের খেলার শুরুর তৃতীয় মিনিটেই গোল করেন মেসি। ব্র্যাথওয়েটের সঙ্গে ওয়ান-টু পাসের পর জোরালো শটে এলচের জালে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

৬৮তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। চাপে পড়ে যাওয়া এলচের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আলবা। ৭৩তম মিনিটে মেসির নিখুঁত ক্রস গোলমুখে থাকা ব্র্যাথওয়েটের কাছে পৌঁছালেও বল আলতো টোকায় জালে জড়ান কাছে থাকা আলবা।

২৪ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সা। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দুইয়ে। আর শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৫৫ পয়েন্ট।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital