ইহুদি ধর্মীয় উৎসব পুরিম উদযাপনের জন্য এ নিষেধাজ্ঞা জারি করে ইসরাইল। আজান নিষেধাজ্ঞার এই নির্দেশনার কড়া প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিন। মিডল ইস্ট মনিটর তাদের এক প্রতিবেদনে বলেছে, ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের নিষেধাজ্ঞার এই আদেশকে ‘ধর্মযুদ্ধের আহ্বান’ হিসেবে বর্ণনা করে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংগঠনের কাছে ধর্মীয় পবিত্র স্থান রক্ষায় আইনি ও নৈতিক দায়বদ্ধতা পালনেরও দাবি জানিয়েছে।
মসজিদের পরিচালক শেখ হেফজি আবু সিনিনা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত কার্যকর থাকবে।