গত শুক্রবার ২৬ ফেব্রুয়ারি, প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের দেওয়া ১৫১ রানের জবাবে ৩১৩ রান তুলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করে ইয়াসির আলী। এছাড়া সাইফ হাসান ৪৯, মাহমুদুল হাসান জয় ৪২, তানজিদ হাসান তামিম ৪১ ও তৌহিদ হৃদয় ৩৬ রান করেন।
১৬২ রানের লিডের জবাবে ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে সফরকারী আয়ারল্যান্ড। রোববার তৃতীয় দিনে প্রথম সেশনে আইরিশরা কোন উইকেট না হারালেও দ্বিতীয় সেশনে অলআউট হয়ে যান ১৩৯ রানে। যেখানে স্পিনার তানভির নেন ৮ উইকেট।