টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ

ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আনঅফিসিয়াল টেস্টে সফরকারী আয়ারল্যান্ড উলভসকে ইনিংস ও ২৩ রানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। যেখানে স্পিনার তানভীরের বিষে নীল হয়েছে আইরিশরা। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করা তানভীর দ্বিতীয় ইনিংসে নেন ৮ উইকেট।

গত শুক্রবার ২৬ ফেব্রুয়ারি, প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের দেওয়া ১৫১ রানের জবাবে ৩১৩ রান তুলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করে ইয়াসির আলী। এছাড়া সাইফ হাসান ৪৯, মাহমুদুল হাসান জয় ৪২, তানজিদ হাসান তামিম ৪১ ও তৌহিদ হৃদয় ৩৬ রান করেন।

১৬২ রানের লিডের জবাবে ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে সফরকারী আয়ারল্যান্ড। রোববার তৃতীয় দিনে প্রথম সেশনে আইরিশরা কোন উইকেট না হারালেও দ্বিতীয় সেশনে অলআউট হয়ে যান ১৩৯ রানে। যেখানে স্পিনার তানভির নেন ৮ উইকেট।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital