গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ সেবা চলবে আগামী ৪ঠা মার্চ পর্যন্ত। ঝিনাইদহ বিআরটিএ সার্কেলের মোটরযান পরিদর্শক এফ এইচ এম মঈদুর রহমান বলেন, দেশব্যাপী বিআরটিএ’র ডিজিটাল সেবার অংশ হিসেবে ঝিনাইদহ বিআরটিএ সর্ব সাধারণের মাঝে সেবা প্রদান অব্যাহত রেখেছেন। তিনি আরও বলেন, সেবা সমূহের মধ্যে রয়েছে অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু, মোটর সাইকেল রেজিস্টেশন প্রদান, বিএসপিতে ইউজার নিবন্ধনে সহায়তা প্রদান। এছাড়াও বিআরটিএ প্রদত্ত সকল ডিজিটাল সেবা জনগণের দৌরগোড়ায় পৌছে দিতে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।