টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
চাঁদপুরে ৪৭ জন কিশোর আটক

চাঁদপুরে ৪৭ জন কিশোর আটক

চাঁদপুরে কিশোর গ্যাং দমনে মডেল থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে ৪৭ জন কিশোরকে আটক করেছে।

অভিযান শেষে সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ। মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে শহরের প্রেসক্লাব ঘাট থেকে অভিযান শুরু হয়ে ৫নং কয়লা ঘাট, স্ট্যান্ড রোড, বেদে পল্লী, ছায়াবানী রোড, নতুন আলিম পাড়া, প্রতাপসাহা রোড, মিশনরোড, বালুর মাঠ, ট্রাকরোড, আল আমিন স্কুল সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়সহ বিভিন্ন অলিতে গলিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, কিশোর গ্যাং দমনে পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান পরিচালিত হচ্ছে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনী ব্যবস্থা নেয়া হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আমি নতুন অফিসার ইনচার্জ হিসেবে আশা করি চাঁদপুরবাসীকে কিশোর গ্যাং মুক্ত একটি শহর উপহার দিতে পারবো।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital