টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
বন্দিদশা থেকে মুক্তি মিলেছে টাইগারদের

বন্দিদশা থেকে মুক্তি মিলেছে টাইগারদের

করোনার পর টাইগারদের প্রথম বিদেশ সফর। এর আগে এমন অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়নি বাংলাদেশ দলকে।

নিউজিল্যান্ডে প্রথম সাতদিন বন্দিদশায় পার করেছে তামিমরা। নিজ নিজ কক্ষে কাটাতে হয়েছে ক্রিকেটারদের। দিনে ৩ বার করোনা পরীক্ষা করোনা হয়েছে সফরকারী দলের সদস্যদের। আশার কথা, ৩ বারের টেস্টেই সবার করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। তাই এখন থেকে অনুশীলনে নামতে পারবেন টাইগাররা। তবে দিনে অন্তত তিনবার বের হতে পারবে।

শরীরচর্চা, অনুশীলন আর বিশুদ্ধ বাতাস, সবেমিলে তিন ধাপে সর্বমোট ৫ ঘণ্টা রুমের বাইরে থাকার সুযোগ মিলেছে ক্রিকেটারদের। বৃহস্পতিবার শুরু হচ্ছে মাঠের অনুশীলন, একই নিয়মে চলবে এই অনুশীলন পর্ব।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital